ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
ইউল্যাবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করছে।  

ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আলোকচিত্র শিক্ষানবিস কার্যক্রম শাটারবাগ ভাস্কর্য ও ম্যুরালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শিরোনামে এই আলোকচিত্র প্রদর্শনী ২৩ ডিসেম্বর থেকে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ফটো সাংবাদিক পাভেল রহমান, বরেণ্য শিক্ষাবিদ ও ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং খ্যাতিমান অনুবাদক ও কলামলেখক ও ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ।

দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধের উপর নির্মিত ভাস্কর্য ও ম্যুরালের আলোকচিত্র নিয়ে ইউল্যাবের ধানমন্ডিস্থ গবেষণা ভবনে আয়োজিত প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।