ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ফুলব্রাইট স্কলারশিপ’ স্থগিত করেনি যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
‘ফুলব্রাইট স্কলারশিপ’ স্থগিত করেনি যুক্তরাষ্ট্র

ঢাকা: বাংলাদেশের শিক্ষার্থী ও স্কলারদের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার কর্মসূচি চলমান রয়েছে। এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসেনি।

আগামী বছর (২০২২ সাল) ফুলব্রাইট স্কলারশিপের জন্য আবেদনের সময়সীমাও ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ২১ ডিসেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।

ঢাকার মার্কিন দূতাবাসের একটি সূত্র জানায়, বাংলাদেশের শিক্ষার্থী ও স্কলারদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ চালু রয়েছে। তবে এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিক, শিক্ষার্থী, গবেষক ও পণ্ডিতদের বৃত্তি নিয়ে বাংলাদেশে আসার কর্মসূচি বন্ধ আছে। সেটা ফুলব্রাইট কর্মসূচির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের নাগরিক, শিক্ষার্থী ও স্কলারদের এই বৃত্তিতে বাংলাদেশে আসা বন্ধ আছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ১৪ ডিসেম্বর , ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।