ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোকেয়া হলে পার্লার সেবা দিচ্ছেন হিজড়ারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
রোকেয়া হলে পার্লার সেবা দিচ্ছেন হিজড়ারা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে বিনামূল্যে বিউটি পার্লার সেবা দিচ্ছেন হিজড়ারা।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এ সেবা শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ফাউন্ডেশনের উত্তরণ বিউটি পার্লারের পরিচালক নিশাত রোকেয়া হলের মেয়েদের সাজিয়ে দিচ্ছেন। এ সময় অন্য মেয়েরা কেউ সিরিয়াল দিচ্ছেন, কেউ রূপসজ্জা দেখছেন।

এ বিষয়ে জানতে চাইলে নিশাত বলেন, আমি এসএসসি পর্যন্ত পড়েছি। ডিআইজি স্যার আমাকে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আগে রাস্তায় চাঁদা তুলতাম। স্যার আমাকে উত্তরণ বিউটি পার্লার করে দিয়েছেন। এখানে আমরা তিনজন কাজ করি।

পার্লারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আমাকে সমাজ এখনও সেভাবে গ্রহণ করেনি। সে কারণে সব সেবার দাম কম নিই। বিয়ের কনে সাজাতে ২০-২৫ হাজার টাকা নেন বলে জানান তিনি।

এছাড়া পার্লারে হেয়ারকাট, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার ট্রিটমেন্টসহ বিভিন্ন ধরনের সেবা আছে। শিক্ষার্থীদের উত্তরণ বিউটি পার্লারে গিয়ে সেবা নিতে আহ্বান জানান নিশাত।

পার্লারের সেবাগ্রহীতা অর্থনীতি বিভাগের ছাত্রী সুমনা বলেন, আমি তাদের সেবা নিচ্ছি। এ কাজটা খুবই প্রশংসনীয়। তারা আমাদের সমাজের অংশ। সবার উচিত তাদের সাপোর্ট দেওয়া। যেন তারা কাজের মাধ্যমে উপার্জন করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০২১
এসকেবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।