ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক শেলিনা নাসরীন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
ইবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক শেলিনা নাসরীন

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন।  

শনিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার এ.টি.এম এমদাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীনকে নিয়োগ দিয়েছেন। ২৫ নভেম্বর থেকে আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। ’

করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুর রহমান মৃত্যুবরণ করেন। এরপর থেকে পদটি শূন্য ছিল।
  
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।