ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৮ মাস পর খুললো রাবিপ্রবির হল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
১৮ মাস পর খুললো রাবিপ্রবির হল ছবি: বাংলানিউজ

রাঙামাটি: করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে হল খুলে দেওয়া হয়।

স্বাস্থ্যবিধি মেনে এদিন জেলা শহরের তবলছড়ি এলাকার রাবিপ্রবির আবাসিক হলের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এরপর তিনি আবাসিক হলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।  বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র ও ছাত্রীরা করোনা টিকা কার্ডের ফটোকপি জমা দিয়ে রেজিস্ট্রার খাতায় নাম এন্ট্রি করে হলে প্রবেশ করেন।

চলতি মাসের গত ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক কাউন্সিল সভায় শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সাপেক্ষে ২৫ নভেম্বর থেকে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।