ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সব ছাত্রীর বিয়ে, কেউ দেয়নি পরীক্ষা!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
সব ছাত্রীর বিয়ে, কেউ দেয়নি পরীক্ষা! ছবি: সংগৃহীত

মহামারি করোনার প্রভাব নানাভাবে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে করোনাকালে ভয়াবহ আকার নিয়েছে বাল্যবিবাহ।

যার প্রমাণ মিলছে এখন এসে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর। প্রায় দেড় বছর পর স্কুলের অনেক শিক্ষার্থীই আর ফিরে আসেনি ক্লাসে।  

জানা গেছে, নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে করোনায় অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার সব পরীক্ষার্থী অনুপস্থিত করোনায় সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় সব ছাত্রীর বিয়ে হয়ে যায়।  

ওই মাদ্রাসা সুপার জানান, করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সব পরীক্ষার্থীদের বিয়ে হয়ে যাওয়ায় কেউ পরীক্ষায় অংশ নেয়নি।
এ বছর বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মাদ্রাসা কেন্দ্রে ৫টি মাদ্রাসার পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে। এসব মাদ্রাসার মোট ৯৮ জন শিক্ষার্থীদের ওই কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ৮৩ জন উপস্থিত হয়। অনুপস্থিত ১৫ জন পরীক্ষার্থীই বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

ওই মাদ্রাসা থেকে এ বছর মোট ১৫ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু কেউই পরীক্ষায় অংশ নেয়নি। মাদ্রাসা সুপার ওই সব শিক্ষার্থীর প্রবেশ পত্রও সংগ্রহ করেছেন।

তবে কেউ পরীক্ষা দিতে আসেনি। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।