ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে আবারও সান্ধ্য কোর্স শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
ইবিতে আবারও সান্ধ্য কোর্স শুরু

ইবি: করোনায় দেড় বছর বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবারও সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবি’র সান্ধ্যকালীন প্রোগ্রামের ক্লাস-পরীক্ষা আগামী ১৯ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হবে।

এতে আরও বলা হয়, শিক্ষার্থী ভর্তির জন্য নতুন বিজ্ঞপ্তি দিতে হলে আসন সংখ্যা উল্লেখ করে অবশ্যই কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।