ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বার্জার পুরস্কার পেলেন ঢাবি চারুকলার ৮ শিক্ষার্থী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
বার্জার পুরস্কার পেলেন ঢাবি চারুকলার ৮ শিক্ষার্থী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের (এফএফএ) আট মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। একইসঙ্গে নির্বাচন করা হয়েছে এ বছরের ‘বার্জার স্টুডেন্ট অব দ্য ইয়ার।

সম্প্রতি ঢাবি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে স্নাতক পর্যায়ের পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বুধবার (১৭ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস অব ফাইন আর্ট, ইউনিভার্সিটি অব ঢাকা’ শীর্ষক এই স্বীকৃতি জানানোর উদ্যোগকে ঘিরে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বিপিবিএল ও ঢাবি চারুকলা অনুষদের মধ্যে একটি পাঁচ বছরের সমঝোতা চুক্তি সই হয়।

চলতি বছর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন ২০১৯ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী মো. হেলাল হোসেন। পুরস্কার হিসেবে তাকে ৫০ হাজার টাকাসহ সনদ দেওয়া হয়।

বাকি শিক্ষার্থীরা হলেন- গ্রাফিক ডিজাইন বিভাগের ইমরান হাসান, ছাপচিত্র বিভাগের তাফান্নুম কাগজি, প্রাচ্যকলা বিভাগের সন্দীপ্ত মল্লিক শবনম, সিরামিক বিভাগের মো. আবু ইবনে রাফি, ভাস্কর্য বিভাগের শিমুল কুমার পাল, কারুশিল্প বিভাগের শারমিন খাতুন ও শিল্পকলার ইতিহাস বিভাগের মো. নওশাদ ইসলাম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীরা প্রত্যেকে ৩০ হাজার টাকা করে মেধাবৃত্তি পেয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিপিবিএলের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, হেড চ্যানেল এনগেজমেন্ট এ এম এম ফজলুর রাশিদ, হেড মার্কেট রিসার্চ রেইনা আশফিন খানসহ বিপিবিএল ও ঢাবি চারুকলা অনুষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বিপিবিএলের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী বলেন, এ দেশে বার্জার কেবল একটি সাধারণ পেইন্ট সল্যুশন ব্র্যান্ড নয়। প্রায় প্রতিটি বাড়িতে এটি আনন্দ আর প্রত্যাশার এক নাম। আমরা তরুণ প্রতিভার পৃষ্ঠপোষকতার পাশাপাশি সম্ভাবনাময় শিক্ষার্থীদের ক্যারিয়ারের পথ সুগম করতে চাই। আর এজন্য ঢাবির চারুকলা অনুষদের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছি। এ বছরের সব বিজয়ীদের অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।