ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাত কলেজের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থী প্রথম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
সাত কলেজের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থী প্রথম নাজমুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সর্বমোট ১০৭ নাম্বার পেয়ে প্রথম হয়েছেন মাদ্রাসা শিক্ষার্থী নাজমুল ইসলাম।  

বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চু্যয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

নাজমুল ঢাকার দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭। তিনি ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। এছাড়াও দ্বিতীয় হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের আবু কাওসার, তিনি সর্বমোট ১০৬ নম্বর পেয়েছেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৬। এবং তৃতীয় হয়েছেন ১০৫ দশমিক ৯৪ পেয়ে সরকারি বাংলা কলেজে রাকিব হোসেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭।  

এই ইউনিটে আসনসংখ্যা ১১ হাজার ৯০৫টি। পরীক্ষায় অংশ নেওয়া ২১ হাজার ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৩৮২ জন। সে হিসাবে পাসের হার ৬৭ দশমিক ৯০।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।