ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৮৮২০ শিক্ষার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৮৮২০ শিক্ষার্থী

ঢাকা: নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে রোববার (১৪ নভেম্বর) দেশজুড়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে প্রথম দিন ১৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

আর বহিষ্কার হয়েছে ৩১ জন।

রোববার সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরিতে পদার্থ বিজ্ঞান এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তামজিদ বিষয়ের পরীক্ষা ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৮০৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ২৭ হাজার ৯২৩ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৮৪ জন।

চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ২৮ হাজার ৩৩৭ জন। এর মধ্যে অংশ নিয়েছে ২৮ হাজার ১৪৩ জন। অনুপস্থিত ১৯৪ জন।

রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ৭৯ হাজার ৮৮৬ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৭৯ হাজার ৪২৩ জন। অনুপস্থিত ৪৬৩ জন।

বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৬১৭ জন। এর মধ্যে অংশ নিয়েছে ২৩ হাজার ৪৪৫ জন। অনুপস্থিত ১৭২ জন।

সিলেট বোর্ডে ১৯ হাজার ৮৭৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ৭২৫ জন। অনুপস্থিত ১৪৮ জন।

দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ৭৭ হাজার ৯১২ জন। অংশ নিয়েছে ৭৭ হাজার ৩১৫ জন। অনুপস্থিত ৫৯৭ জন।

কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ৫৩ হাজার ৩৭৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৫২ হাজার ৭৭১ জন। অনুপস্থিত ৬০৭ জন।

ময়মনসিংহ বোর্ডে মোট পরীক্ষার্থী ৪০ হাজার ১৯৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৩৯ হাজার ৮৮৬ জন। অনুপস্থিত ৩১২ জন।

যশোর বোর্ডে মোট পরীক্ষার্থী ৩৬ হাজার ২৬ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৩৫ হাজার ৮৫৫ জন। অনুপস্থিত ১৭১ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে সর্বমোট পরীক্ষার্থী ৪ লাখ ৮৮ হাজার ৩৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন। অনুপস্থিত ৩ হাজার ৫৪৮ জন। অনুপস্থিত শিক্ষার্থী শতকরা শূন্য দশমিক ৭৩ শতাংশ। পরীক্ষা চলাকালে ২ জন পরীক্ষার্থী এবং দুই কক্ষ পরিদর্শক বহিষ্কার করা হয়।

কারিগরিতে মোট ১ লাখ ৪২ হাজার ৭২৪ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অংশ নিয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন। অনুপস্থিত ৫ হাজার ৩৭৮ জন। এদিন মোট ১৯ জন শিক্ষার্থীকে  বহিষ্কার হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬৯৩৭১ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২ লাখ ৫৯ হাজার ৪৭৭ জন এবং অনুপস্থিত ছিল ৯ হাজার ৮৯৪। বহিষ্কার হয়েছে  ১০ শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪,২০২১
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।