ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধর্মঘটেও বুয়েটে চলছে ভর্তির দ্বিতীয় ধাপের পরীক্ষা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
ধর্মঘটেও বুয়েটে চলছে ভর্তির দ্বিতীয় ধাপের পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট। এরই মাঝে প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় ধাপের পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ।

শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বুয়েট ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘খ’ গ্রুপে আবেদনকারীদের মডিউল 'বি'- তে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন, দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেন, বলেন, ভর্তি পরীক্ষায় ৬ হাজারের মধ্যে ৫ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে। উপস্থিতির হার প্রায় ৯৯ শতাংশ। এটা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি।

তিনি আরও বলেন, আমরা একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে, গণপরিবহন  ধর্মঘটে উপস্থিতির হার কেমন হয়। যদিও যারা দূর থেকে এসেছে, তাদের অনেক ভোগান্তি হয়েছে। তাদেরকে অনেক কষ্ট করে আসতে হয়ছে। বিষয়টি আসলে আমাদের হাতে ছিল না।

তবে ধর্মঘটের মধ্যে পরীক্ষা নেওয়ায় হয়রানির শিকার হয়েছেন অভিভাবক ও ভর্তিচ্ছুরা। চট্টগ্রাম থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা সাদমান বাংলানিউজকে বলেন, পরীক্ষার জন্য আমরা আগেই সিট বুকিং দিয়েছিলাম। কিন্তু ধর্মঘটের কারণে বাস যাবে না বলে কাউন্টার থেকে জানানো হয়। পরবর্তীতে গাড়ি রিজার্ভ করে আমাদের আসতে হয়েছে।

বাংলাদেশ সময়:১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।