ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
শাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর ফাইল ছবি

শাবিপ্রবি (সিলেট): দীর্ঘ ১৯ মাস পর আগামী ২ নভেম্বর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সশরীরে ক্লাস শুরু হবে।

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'গত ২৫ অক্টোবর আমরা সব আবাসিক হল খুলে দিয়েছি। শিক্ষার্থীরা আগামী ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু করবে। তবে ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। '

তিনি বলেন, 'শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের শতভাগ টিকা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এজন্য তাদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। '

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।