ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ ভর্তি: ইবিতে 'বি' ইউনিটে ৫ হাজার পরীক্ষার্থী

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
গুচ্ছ ভর্তি: ইবিতে 'বি' ইউনিটে ৫ হাজার পরীক্ষার্থী

ইবি: রোববার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ২৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

'বি' ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৫ হাজার ২০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি ভবনে হবে এ পরীক্ষা।  

আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে 'সি' (ব্যবসায় প্রশাসন) ইউনিটের ভর্তি পরীক্ষা। পরদিন (২নভেম্বর) গুচ্ছ ব্যতিরেকে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'ডি' ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এ বছরের ভর্তি পরীক্ষা।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।