ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

তথ্য প্রযুক্তিক্ষেত্রে মেয়েদের দক্ষতা অর্জন করতে হবে: ড. শিরীন শারমিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২
তথ্য প্রযুক্তিক্ষেত্রে মেয়েদের দক্ষতা অর্জন করতে হবে: ড. শিরীন শারমিন

ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী এম.পি বলেছেন ভিশন ২১ বাস্তবায়নে তথ্য প্রযুক্তিক্ষেত্রে নারীদের আরও দক্ষতা অর্জন করতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হলে নারী ও পুরুষকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।



বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে কৃতী ছাত্রী সংবর্ধনা ও বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২০১২ এর প্রধান অতিথির বক্তৃতার তিনি এ কথা বলেন।

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এর গর্ভনিং বডির সভাপতি ড. সুলতানা শফির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইকবাল এবং কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আকতার।

গোলাম দস্তগীর গাজী বলেন নারীরা  এগিয়ে যাওয়া মানে দেশ এগিয়ে যাওয়া। নারীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসলেও চাকুরিক্ষেত্রে এখনও তারা অনেক পিছিয়ে।

সুলতানা শফি বলেন এখনও পৃথিবীতে কোন সমাজ পুরুষ ও মহিলাকে সমানভাবে দেখে না। কারণ কুসংস্কার এখনও সমাজে বিদ্যমান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কলেজের বিভিন্ন বর্ষের প্রায় ১৩৫ জন ছাত্রীর হাতে সম্মাননা তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।