ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জুবায়ের হত্যা মামলা: আরও ১ শিক্ষার্থী আটক

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২
জুবায়ের হত্যা মামলা: আরও ১ শিক্ষার্থী আটক

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জুবায়ের হত্যা মামলায় জাহিদুল ইসলাম জাহিদ নামে আরও এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

জাহিদ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৩৭তম ব্যাচের ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।



আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

এর আগে পুলিশ একই মামলায় আশিকুল ইসলাম, নাজমুস সাকিব তপু ও মাহবুব আকরাম নামে তিন শিক্ষার্থীকে আটক করে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ছাত্রলীগের হামলায় জুবায়ের আহমেদ নিহত হন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।