ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি ছাত্র জোটের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি ছাত্র জোটের

ঢাকা বিশ্ববিদ্যালয়: হল খুলে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কয়েক দফা স্মারকলিপি দিয়ে টিউশন ফি কমানোর দাবি জানিয়েছিলাম। কিন্তু তারা দায়সাড়া হয়ে কোনো বাস্তবিক উদ্যোগ নেয়নি। স্কুল থেকে অ্যাসাইনমেন্ট ফির নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সরকার শিক্ষা ব্যবস্থার বিপর্যয় অবস্থা বিবেচনা না করে কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় শুধু মাসে মাসে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ছুটি বর্ধিত করে।  

সমাবেশে আবাসন ব্যবস্থা নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি মওকুফ, অছাত্র ও সন্ত্রাসীদের বিতাড়ন, গণরুম প্রথা বন্ধ করে স্বাস্থ্যসম্মত আবাসন ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় খোলার রোড ম্যাপ ঘোষণা, সব বাণিজ্যিক কোর্স বন্ধ করা, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান জোটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।