ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

ইবি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪২তম দিবস পালিত হয়েছে। ৪২তম দিবসে বিশ্ববিদ্যালয়ে ৪২টি বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে প্রশাসন।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ৪২টি গাছের চারা রোপণের উদ্বোধন করেন উপাচার্য, উপ-উপাচার্য। এসময় সেখানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ প্রশাসনের অন্য কর্তাব্যক্তি, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে অনলাইন আলোচনা সভা (ওয়েবিনার)। উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড মো. শাহিনুর রহমান এবং অতিথি হিসেবে রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।