ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ববি ও হাতেম আলী কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ববি ও হাতেম আলী কলেজ ...

ব‌রিশাল: বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশন (বিডিএ)-এর আয়োজনে ৮ম বারের মতো অনুষ্ঠিত হলো বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা। ১৮টি কলেজ ও ৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে কলেজ পর্যায়ে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চ্যাম্পিয়ন এবং বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

বিডিএর চেয়ারম্যান জাহিদ হাসান শওকত এর সভাপতিত্বে এবং মহাসচিব মো. মেহেদী হাসান শুভর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. এস. এম. ইকবাল, উপদেষ্টা শাহ সাজেদা, ইউজিভির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. লোকমান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।