ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সিম্পোজিয়ামের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সিম্পোজিয়ামের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ঢাকা: করোনাকালীন দেশের অনলাইন শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দেশ-বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী (১৩-১৪ নভেম্বর) অনলাইন সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, আমাদের শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিয়য়ে দক্ষতামূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সরকার সেদিকে জোর দিচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এসএম মহিউদ্দিন জানান, এ সিম্পোজিয়ামে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিখ্যাত অধ্যাপকরাসহ কয়েকশ শিক্ষক এবং গবেষক অংশগ্রহণ করছেন। করোনাকালীন শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন তারা।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।