ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে স্নাতক ৪র্থ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবি

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
জাবিতে স্নাতক ৪র্থ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবি পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: করোনা মহামারির কারণে স্থগিত থাকা স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চতুর্থ বর্ষের (৪৫ ব্যাচ) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজনের সঞ্চালনায় ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলেও এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ফলে অনিশ্চিয়তার মধ্যে পড়েছে জাবির হাজার হাজার শিক্ষার্থী। এরমধ্যে সবচেয়ে দূর্ভোগে রয়েছে চতুর্থ বর্ষের (২০১৫-১৬ সেশন) শিক্ষার্থীরা।

তিনি বলেন, শুধু ফাইনাল পরীক্ষা না হওয়ায় দুই বছরের সেশন জটে পড়েছেন শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে কিন্তু পরীক্ষা না হওয়ায় তারা কোথাও আবেদন করতে পারছেন না।

দর্শন বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান বলেন, আমাদের পরীক্ষা এ বছরেই দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে। শপিং মল, সিনেমা হল, গণপরিবহন সব জায়গায় মানুষ অবাধে চলাচল করতে পারলেও শুধু পরীক্ষা নেয়ার ক্ষেত্রে করোনা আতঙ্ক দেখানো হচ্ছে। তাহলে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণপরিবহনের যাত্রীদের চেয়েও কম স্বাস্থ্য সচেতন!

কর্মসূচি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার কথা বলেন শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত পরীক্ষার বিষয়ে কোন পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।