ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৭ দফা দাবিতে বিক্ষোভে ৭ কলেজের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
৭ দফা দাবিতে বিক্ষোভে ৭ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনঃমূল্যায়ন ও তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোটেড করাসহ সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।  

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ ও  শহীদ সোহরাওয়ার্দী কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশে অংশ নেন।  

দাবিগুলো হলো- সব সেকশনকে পরবর্তী সেশনে ক্লাস করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স পরীক্ষা দ্রুত সম্পন্ন করা, সব বর্ষের ফলাফল ৯০ দিনের মধ্যে প্রকাশ, ডিগ্রি ২০১২-১৩ বর্ষের চলমান বিশেষ পরীক্ষা শিগগিরই নিয়ে এক মাসের মধ্যে ফল প্রকাশ, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষের প্রমোটেড নিয়ম বাতিল ও তিন বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোটেড করা, সব মানোন্নয়ন পরীক্ষা দ্রুত নেওয়া, ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনঃমূল্যায়ন, প্রিলি মাস্টার্স ২০১৫-১৬ সেশনের ১ম পর্বের চলমান পরীক্ষা নিয়ে কম সময়ে ফল প্রকাশ ও একই সেশনে একের বেশি বর্ষের শিক্ষার্থী না রাখা।  

ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক মোস্তফা কামাল বলেন, অবিলম্বে এই সাত দফা দাবি মানতে হবে। না হয় সাধারণ শিক্ষার্থীরা কঠিন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।  

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তিতুমীর কলেজের শিক্ষার্থী মাসুম আহমেদ, ঢাকা কলেজের শিক্ষার্থী শুভ সাহা, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী কানিজ ফাতেমা ও বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী নায়না আহমেদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।