ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গোলাম সরোয়ার গণমাধ্যমের সার্বিক অবস্থার প্রতিচ্ছবি: জাবিসাস

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
গোলাম সরোয়ার গণমাধ্যমের সার্বিক অবস্থার প্রতিচ্ছবি: জাবিসাস ...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): নিজ বাসা থেকে অপহরণের পর চট্টগ্রামের সীতাকুন্ড থেকে উদ্ধার হওয়া সাংবাদিক গোলাম সরোয়ারের উপর নির্যাতন বর্তমান গণমাধ্যমের সার্বিক প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

সংবাদ কর্মীর প্রতি এমন নির্মম নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।

সোমবার (২ নভেম্বর) সংগঠনটির দপ্তর ও প্রকাশনা সম্পাদক রুদ্র আজাদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গোলাম সরোয়ারের এই স্বীকারোক্তি প্রমাণ করে শুধুমাত্র সংবাদ উপস্থাপনের জন্যই তার উপরে নির্যাতনের এই খড়গ নেমে এসেছে। কোনো ধরনের নির্যাতন, হামলা, মামলা করে সত্যকে চাপা রাখা যায় না। আমরা খেয়াল করছি সর্বক্ষেত্রে নির্যাতনের এই ভয়াল থাবা নেমে এসেছে। এর অন্যতম কারণ ক্ষমতার অসীম চর্চা এবং গণতান্ত্রিক মতামতকে হত্যা করার স্পৃহা। ’

সাংবাদিক নেতারা নির্যাতনের শিকার গোলাম সরোয়ারের সুস্থতা কামনা করেন এবং পাশাপাশি অন্যান্য গণমাধ্যম কর্মীরা যাতে নির্বিঘ্নে তাদের কাজ পরিচালনা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

২৯ অক্টোবর নিজ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন চট্টগ্রামের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিটিনিউজ বিডি এবং সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সাংবাদিক গোলাম সরোয়ার। তিনদিন নিখোঁজ থাকার পর গতকাল রোববার (০১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বড়কুমিরা গরুর বাজার এলাকায় খালের পাড়ে তাকে পাওয়া যায়। স্থানীয় কয়েকজন জানান, উদ্ধারের সময় গোলাম সরোয়ার বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর নিউজ করবো না’।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।