ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসি কবে, শিক্ষামন্ত্রী জানাবেন বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
এইচএসসি কবে, শিক্ষামন্ত্রী জানাবেন বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

ঢাকা: স্থগিত থাকা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার বিষয়ে বুধবার (০৭ অক্টোবর) ঘোষণা নিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের রাত সোয়া ১১টার দিকে জানান, বুধবার দুপুর ১টার দিকে এইচএসসি পরীক্ষা বিষয়ে গণমাধ্যমকে অনলাইনে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী।

বুধবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নির্দেশনা দিতে পারেন বলে এর আগে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

আরও পড়ুন >> এইচএসসির ঘোষণা আসতে পারে বুধবার

গত ৩০ সেপ্টেম্বর অনলাইনে জুম অনলাইন অ্যাপের মাধ্যমে মিটিংয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, এ সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ এইচএসসি পরীক্ষার বিষয়ে ঘোষণা আসতে পারে।

ওই দিন শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ ঘোষণা (এইচএসসি পরীক্ষার বিষয়ে) করতে পারবো।

প্রতি বছর এপ্রিল মাসের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়া হলেও এবছর করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা শুরু করা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এমআইএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।