ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ধর্ষণের প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
ধর্ষণের প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

ঢাকা: দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ মিছিল শুরু করেন শাহবাগে অবস্থারত আন্দোলনকারীরা।

 

এ সময় মশাল মিছিল থেকে ধর্ষণবিরোধী বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। একইসঙ্গে মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। এসময় মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি কুশপুতুলও দেখা যায়।  

ছাত্র ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মশাল মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বাটা সিগন্যাল হয়ে আবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে ধর্ষণবিরোধী প্রতিবাদী সমাবেশে যুক্ত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।