ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ধর্ষণ-নির্যাতনের ঘটনায় কঠোর শাস্তি দাবি অভিভাবক ফোরামের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
ধর্ষণ-নির্যাতনের ঘটনায় কঠোর শাস্তি দাবি অভিভাবক ফোরামের ...

ঢাকা: সারাদেশে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কঠোর শাস্তি দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

মঙ্গলবার (০৬ অক্টোবর) ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু এক বিবৃতিতে নারীর ওপর ভয়াবহ পাশবিকতা ও নিত্যদিনকার ধর্ষণের ঘটনায় অভিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, সারা দেশে ধর্ষণ ও গণধর্ষণের সাম্প্রতিক ঘটনায় প্রমাণ হয় যে, দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক শৃঙ্খলায় ভয়াবহ অধোগতি ও ধ্বস নেমেছে। সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোতে গোটা জাতি বেদনাহত, মর্মাহত ও বিক্ষুব্ধ। এতে দেশের নারী সমাজ ও অভিভাবক মহলে আতংক ও অসহায়ত্ব ছড়িয়ে পড়েছে। দেশের আইন শৃংঙ্খলা ও নাগরিক নিরপত্তা ভয়াবহ মাত্রায় ভেঙে পড়েছে এবং দেশের সাধারণ মানুষের জীবন মান ও নিরাপত্তা কতটা অসহায় ও জঘন্য রূপ নিয়েছে তা দেশের নিত্যদিনকার ধর্ষণের ঘটনা প্রমাণ বহন করে।

তিনি বলেন, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিকভাবে প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতা, বিচারহীনতা, রাষ্ট্র ও আইনশৃংঙ্খলা বাহিনীর প্রতি আস্থাহীনতার কারণেই ধর্ষণ কিংবা নারীর ওপর সংহিংসতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে; যা এখন অপ্রতিরোধ্য।

দেশের যেকোন স্থানে সংঘটিত প্রতিটি ধর্ষণ, গণধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান জিয়াউল কবির।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।