ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জাকির

বাকৃবি করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জাকির অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেনকে নিয়োগ দিয়েছে।
বর্ণিল কর্মজীবনে প্রফেসর জাকির হোসেন ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাকৃবি শিক্ষক সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

এছাড়াও ড. জাকির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব।  

আগামী ৯ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।