ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১২

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-২০১২ সেশনে অনার্স কোর্সে ভর্তি পরীক্ষার ফল রোববার প্রকাশ করা হয়েছে।

রোববার রাত ১০টার পর বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nuadmission2011.org.bd) ওই ফল প্রকাশ করা হয়েছে।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও অনার্স ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আ. মালেক সরকার জানান, ২৩ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ১ম বর্ষ, সম্মান শ্রেণীতে (২০১১-২০১২ শিক্ষা বর্ষে) ভর্তির লক্ষে দেশের ১৪২টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।  

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।