ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১২
চবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪

চবি: আন্তঃকোন্দলের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন— বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মার্স্টাসের ছাত্র আবু তৈয়ব সুমন (২৫), ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের সাইদুল ইসলাম (২৪), ইংরেজি ২য় বর্ষের ওমর রোহেল (২৩) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১ম বর্ষের ছাত্র জাহাঙ্গীর আলম (২০)।

এদের মধ্যে জাহাঙ্গীর আলমকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহ জালাল হলের সামনে রাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে জড়িয়ে পড়া দুই গ্রুপই মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিনের সমর্থক বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগ চবি শাখার সভাপতি মামুনুল হক মামুন ও সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য সাহেদ সারোয়ারের মধ্যে রোববার দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই রাতে শাহ আমানত ও শাহ জালাল হলের সামনে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। এতে চার জন আহত হয়। পরে পুলিশ ও প্রক্টোরিয়াল বডি ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে পাঠায়। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের মেডিক্যাল সেন্টারেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এ প্রসঙ্গে জানতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার মামুনুল হক মামুনের সঙ্গে বারবার মোবাইলে চেষ্টা করেও পাওয়া যায়নি।

অন্যদিকে কেন্দ্রীয় কমিটির সদস্য সাহেদ সারোয়ার এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি নন বলে বাংলানিউজকে মোবাইলে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নাসিম হাসান জানান, ‘আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।