ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিরোজপুরে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পিরোজপুর সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১
পিরোজপুরে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পিরোজপুর: পিরোজপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) পরীক্ষায় পাস করতে না পেরে বুশরা আক্তার নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে বুশরা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বলে জানতে পারেন।

পরে সন্ধ্যার দিকে তিনি তার রুমের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

বুশরা কদমতলা জর্জ হাই স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি পিরোজপুর সদর উপজেলার  কদমতলা ইউনিয়নের বাড়ৈবাড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শরু করেন। একপর্যায়ে তাকে রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বররত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার ওসি মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।