ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৯ বোর্ডের সেরা ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
৯ বোর্ডের সেরা ৯

ঢাকা: জেএসসি পরীক্ষায় ঢাকাসহ সারাদেশে প্রথম স্থান লাভ করেছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এবছর এ প্রতিষ্ঠান থেকে ৩৩৯ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ছাত্র ২০৫ এবং ছাত্রী ১৩৪। শতকরা ১০০ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

জিপিএ-৫ পেয়েছে ৩০৪ জন শিক্ষার্থী, যা শতকরা ৮৯ দশমিক ৬৭ ভাগ।

রাজশাহীতে ভালো ফল করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫৩ জনই জিপিএ ৫ পেয়েছেন।

কুমিল্লা বোর্ডে ভালো ফলাফল ফেনী গালর্স ক্যাডেট কলেজের। এ প্রতিষ্ঠানের মোট ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জনই জিপিএ ৫ পেয়েছেন।

যশোর বোর্ডে ভালো ফল করেছে মিলিটারি কলেজিয়েট স্কুল ফুলতলা। এ প্রতিষ্ঠানের ৫৯ জনের পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন জিপিএ ৫ পেয়েছেন।

চট্টগ্রাম বোর্ডে সাফল্যের শীর্ষে রয়েছে ড. খাস্তগীর গভ. গালর্স হাইস্কুল। এ প্রতিষ্ঠানের ৩১৯ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৯৩ জন জিপিএ ৫ পেয়েছেন।

সিলেট বোর্ডে শীর্ষে আছে সিলেট ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থী মধ্যে ৪৫ জন জিপিএ ৫ পেয়েছে।

বরিশাল বোর্ডে শীর্ষে আছে বরিশাল ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ ৫ পেয়েছে।

দিনাজপুর বোর্ডে শীর্ষে আছে রংপুর ক্যান্টরম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৩২১ জন পরীক্ষার্থী মধ্যে ২২৯ জন জিপিএ ৫ পেয়েছে।

এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের শীর্ষে রয়েছে ঢাকার উত্তরার তানজিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন জিপিএ ৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।