ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবি’র ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

দিনাজপুর: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ২০১২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে লেভেল-১ এর সেমিস্টার-১ এ ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার ফলাফল ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.hstu.ac.bd/admission for result.)  এ পাওয়া যাবে।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটে মেধা তালিকায় অ ইউনিটে ৩৮৫ জন, ই ইউনিটে ১৬০ এবং ঈ ইউনিটে ১২০ জন উত্তীর্ণ হয়েছে। মেধা তালিকা থেকে অ ইউনিটে ৮ জানুয়ারি ই ও ঈ ইউনিটে  ৯ জানুয়ারি, অপেক্ষামান তালিকায় অ ইউনিটে ১০ জানুয়ারি, ই ও ঈ ইউনিটে ১১ জানুয়ারি এবং সংরক্ষিত শূন্য আসনে ১২ জানুয়ারি ভর্তির  তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা,ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।