ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জেএসসি: পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে পাস ২১২ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
জেএসসি: পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে পাস ২১২ জন

ঢাকা: ফলাফল চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২১২ জন শিক্ষার্থী পাস করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে এক হাজার ২০৯ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে।

এরমধ্যে ফেল থেকে পাস করেছে ২১২ জন।

এদের কারো গ্রেড পরিবর্তনের সঙ্গে জিপিএ বেড়েছে।

গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসির ফল প্রকাশ করে সরকার। এই পরীক্ষায় সম্মিলিতভাবে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

গত ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ফলাফল পুঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ফি পরিশোধ করে মোবাইলের মাধ্যমে আবেদন করে শিক্ষার্থীরা।

শিক্ষাবোর্ড জানায়, সাধারণত কোনো প্রশ্নের উত্তরে নম্বর না দেওয়া, নম্বর দিয়েও ভুলে তা মোট নম্বরের সঙ্গে যোগ না করা এবং সব প্রশ্নের উত্তরে দেওয়া নম্বর যোগ করতে গিয়ে ভুল করেন পরীক্ষকরা।

পুনঃনিরীক্ষণে মূলত এসব বিষয় পুনরায় যাচাই করা হয়। নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করা হয় না। ফলে খাতার মূল্যায়ন যাচাইও করা হয় না।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০ 
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।