ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ হলে সরস্বতী পূজা উদযাপন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ হলে সরস্বতী পূজা উদযাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে সরস্বতী পূজা উদযাপন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): পুষ্পার্ঘ্য অর্পণ, বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীকে পূজা করছেন ভক্তরা।

প্রতি বছরের মতই বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পালিত হয়েছে সরস্বতী পূজা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সকাল ৮টা ৪৫মিনিটের দিকে শুরু হয় সরস্বতী দেবীর পূজা অর্চনা।

দেবীর অঞ্জলি প্রদান শুরু হয় সকাল ৯টায়।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান সকাল ১০টায় পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আরতি অনুষ্ঠানের পর শুক্রবার (৩১ জানুয়ারি) সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিভিন্ন বিভাগের আর্থিক সহযোগিতায় পূজার মণ্ডপ তৈরি হয়েছে বলে শিক্ষার্থীরা জানান।

এদিকে সরস্বতী পূজা তিথি বুধবার ৯টা ১৫ তে শুরু হওয়ায় দেশের অনেক স্থানে পূজা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট জগন্নাথ হল চত্বর জুড়ে বিভিন্ন আইডিয়া ও থিমভিত্তিক ৭০টির বেশি মণ্ডপ নির্মাণ করা হয়েছে। জগন্নাথ হল ছাডাও রোকেয়া হল, কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলেও পূজার আয়োজন চলছে৷

পূজা উদযাপন কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা বলেন, এবারের পূজা উদযাপনে বিশ্ববিদ্যালয়ের ৭০টি বিভাগের উদ্যোগে পূজামণ্ডপ তৈরি করা হয়েছে ৷ 

হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, পূজা উপলক্ষে বিশেষ মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। অন্যবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ হলে পূজা উদযাপন করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসকেবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।