ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর-সম্পাদক মুন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর-সম্পাদক মুন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১২টি সাংস্কৃতিক সংগঠনের জোট জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ২০২০ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চারুকলা বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী দীপঙ্কর চক্রবর্তীকে সভাপতি এবং একই ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোহানুর রশীদ মুন গাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে জোটের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাপ্পু বাংলানিউজকে এ তথ্য জানান।

শহিদুল ইসলাম পাপ্পু বলেন, জোটভুক্ত ১২টি সংগঠনের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নুরুল ইসলাম সাইমুম ও আসিফা সুলতানা আশা, সহ-সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, অর্থ সম্পাদক পল্লব বসু, দপ্তর সম্পাদক অংশুমান রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুল ইসলাম।

এছাড়া কমিটির নির্বাচিত কার্যকরী সদস্যরা হলেন- আরিফুল ইসলাম, তটিনী সরকার, হিমীকা আমিকা ও তামান্না ফেরদৌস তানজীম।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।