ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থিদের জয়

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
জাবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থিদের জয়

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ-২০২০ এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।

এই প্যানেল থেকে ১৫টি পদের বিপরীতে সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষসহ ৯ জন নির্বাচিত হয়েছেন।

অপরদিকে উপাচার্যবিরোধী ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে সম্পাদক, যুগ্ম-সম্পাদকসহ ৬ জন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

জাবির নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’র প্রার্থী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ‘সম্মিলিত শিক্ষক সমাজ’র প্রার্থী ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা পেয়েছেন ২৬৫ ভোট।

এছাড়া অন্য পদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সহ-সভাপতি প্রার্থী অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মোতাহার হোসেন, সদস্য পদে অধ্যাপক ইসমত আরা, মাহফুজা খাতুন, মো. ফখরুল ইসলাম, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক আহমেদ রেজা, হুসাইন মো. সায়েম নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সম্পাদক পদে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’র প্রার্থী অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’র প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর পেয়েছেন ২৫৩ ভোট।

অন্যান্য পদে সম্মিলিত শিক্ষক সমাজের যুগ্ম-সম্পাদক প্রার্থী বোরহান উদ্দিন, সদস্য অধ্যাপক মো. মনোয়ার হোসেন, উম্মে সায়কা, হোসনে আরা, অধ্যাপক মাহবুব কবির নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির ৫৯৮ জন সদস্যের মধ্যে ৫৬০জন ভোট প্রদান করেন।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমইউএম/ এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।