ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পুনরায় আইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মতিন চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
 পুনরায় আইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মতিন চৌধুরী

পুনরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র (আইইউবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ মতিন চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আইইউবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২০২১ মেয়াদে আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মতিন চৌধুরী।

 

বরাবরের মতোই আইইউবি’র স্কলার ও শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে নিবেদিত থাকবেন বলে জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের এ চেয়ারম্যান।  

মুক্তিযোদ্ধা মতিন চৌধুরী বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি। একইসঙ্গে তিনি অলাভজনক ও সেবামূলক সংগঠন- আন্ডারপ্রিভিলেজড চিলড্রেন্স এডুকেশন প্রোগ্রাম (ইউসেপ), এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি), আঞ্জুমান মফিদুল ইসলাম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিএবি), শহীদ খালেক অ্যান্ড মেজর সালেক বীর উত্তম ট্রাস্ট, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টসহ (ব্লাস্ট) বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।