ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
জাবিতে শেখ রাসেল স্মৃতি পাঠাগার উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। ছবি: বাংলানিউজ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল বেরুনী হলে ‘শেখ রাসেল স্মৃতি পাঠাগার’র উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টায় হলের রিডিং রুমে এক অনুষ্ঠানে এ পাঠাগারের উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের নেতা সৈয়দ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ফারজানা বলেন, ‘ছাত্রলীগ হবে সোনার ছেলেদের সংগঠন।

কিন্তু ছাত্রলীগ মাঝে মাঝে তার সোনালী ঐতিহ্য থেকে হারিয়ে যায়। তারপরেও আমার আশা-ভরসা সবসময় ছাত্রলীগের ওপরেই থাকে। আশা করি ২০২০ এ জাহাঙ্গীরনগরে একটি নতুন ছাত্রলীগের জন্ম হবে। ’

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার বাস্তবায়ন কোনো ক্ষুদ্রগোষ্ঠীর কারণে থেমে থাকবে না। ’

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আশরাফুল আলম বলেন, ‘হলের নবীন শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পাঠাগার অত্যন্ত প্রয়োজনীয়। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি শিক্ষার্থীদের চাহিদা মেটাতে। ’

বিশ্ববিদ্যালয়ের হল ইউনিটের নেতা এনামুল হক সঞ্চালনায় অনুষ্ঠানে মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।