ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবি শিক্ষিকাকে মাধররের অভিযোগের তদন্ত চলছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ঢাবি শিক্ষিকাকে মাধররের অভিযোগের তদন্ত চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির সময় মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন হলের সহকারী আবাসিক শিক্ষক জোবাইদা নাসরীন। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) এ ঘটনায় তদন্ত চলমান বলে বাংলানিউজকে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন।

রোববার (৫ জানুয়ারি) রাতে প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি কেন্দ্র করে ছাত্রলীগের রাইন আর সালসাবিল গ্রুপের মধ্য মারামারি হয়।

এতে নিজে মারধরের শিকার হয়েছেন উল্লেখ করে সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতি ও হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন।  

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, বিষয়টি হল প্রশাসনকে দেখতে বলা হয়েছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়রি ০৭, ২০২০
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।