ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ডিআরএমসি আইটি ক্লাবের নতুন কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ডিআরএমসি আইটি ক্লাবের নতুন কমিটি 

ঢাকা: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) আইটি ক্লাবের ২০২০-২০২১ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। 

নতুন কমিটির সভাপতি হয়েছেন- মুহতাসিম মাহমুদ সাজিদ; আর সাধারণ সম্পাদক করা হয়েছে মুহতাসিম আলম সামিনকে।  

সম্প্রতি নতুন এক্সিকিউটিভ কমিটির কাছে বিদায়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক তাদের দায়িত্ব হস্তান্তর করেছেন।

 

কমিটির অন্য সদস্যরা হলেন- মেহেদী হাসান শিমুল (ভাইস-প্রেসিডেন্ট, প্রভাতি), মো. তানহা আল মেহেদী তুখোর (ভাইস-প্রেসিডেন্ট,দিবা), সোয়াদ শাহিন মাহমুদ (জয়েন্ট সেক্রেটারি), সৌর আলোক রাহা (অর্গানাইজিং সেক্রেটারি), আহনাফ তাজওয়ার নিয়াম (ট্রেজারার), জাকারিয়া মাহমুদ (অফিস সেক্রেটারি), মো. ইত্তামুম ভূঁইয়া নাওয়াফ (জুনিয়র রিপ্রেজেন্টেটিভ), সালাহউদ্দিন ইউসুফ (জুনিয়র রিপ্রেজেন্টেটিভ), তানভীর হাসান (জুনিয়র রিপ্রেজেন্টেটিভ), মুনাব্বির আহমেদ (জুনিয়র রিপ্রেজেন্টেটিভ), সাদমান তানজিম (জুনিয়র রিপ্রেজেন্টেটিভ), তামজীদ ইসলাম (জুনিয়র রিপ্রেজেন্টেটিভ), মুনসি আল আরাফাত (জুনিয়র রিপ্রেজেন্টেটিভ), নাশিদ সিকদার (জুনিয়র রিপ্রেজেন্টেটিভ), ইয়ামুম আজাদ (জুনিয়র রিপ্রেজেন্টেটিভ)।

সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিআরএমসি ২০১৯ সালে কলেজে ইন্টারন্যাশনাল টেক কার্নিভালের আয়োজন করে। যা শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া জাগায়।  

এরই ধারাবাহিকতায় নতুন কমিটি চলতি বছরে ‘ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০২০’ আয়োজন করবে। বর্তমানে ক্লাবের মডারেটরের দায়িত্বে রয়েছেন কলেজের প্রভাষক (প্রভাতী শাখা) রাসেল আহমেদ ও মো. আশিক ইকবাল (দিবা)।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।