ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ফেনীতে প্রাথমিক শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
ফেনীতে প্রাথমিক শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে সভা

ফেনী: ফেনীতে প্রাথমিক শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ ও উন্নয়নে আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।

রোববার (০৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোশতাকুর রহিম খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মীর রাশেদুজ্জামান।

সভায় শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চতকরণ, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝুঁকিপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা, ফিল্ড ভিজিট, মিড ডে মিল, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ধূমপানমুক্ত শিক্ষাঙ্গন, খেলার মাঠ উন্মুক্ত রাখা, মুক্তিযুদ্ধ বিষয়ক কর্নার, শিক্ষকদের গুণগতমানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।