ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ফের ককটেল, এবার আহত মধুর ক্যান্টিন কর্মচারী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ঢাবিতে ফের ককটেল, এবার আহত মধুর ক্যান্টিন কর্মচারী

ঢাকা বিশ্ববিদ্যালয়: গত চারদিনের মধ্যে তৃতীয়বারের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে। এতে মধুর ক্যান্টিনের এক কর্মচারী আহত হন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলাভবনের ছাদ থেকে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী ফোন রিসিভ করেনি।

এর আগে ২৬ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বরও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
কেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।