ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অতিরিক্তি ফি আদায় বন্ধে বগুড়ায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
অতিরিক্তি ফি আদায় বন্ধে বগুড়ায় বিক্ষোভ বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

বগুড়া: ভর্তি ও সেশন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। পরে এ দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, যুব ইউনিয়ন, জাতীয় যুব জোট, যুব মৈত্রী, উদীচী শিল্পী গোষ্ঠী ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) স্থানীয় নেতাকর্মীরা শহরের জিরো পয়েন্ট থেকে মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় সমাবেশের পর জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।

সাধারণ অভিভাবকদের পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগের পৌর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ।

আন্দোলনকারীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, নির্ধারিত ফি গ্রহণের বিষয়ে যেহেতু আদালতের নির্দেশনা রয়েছে, তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে।

এদিকে আন্দোলনকারীরা বলেছেন, এরপরেও যদি কোনো প্রতিষ্ঠান আদালতের আদেশ অমান্য করে তবে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ভর্তি এবং সেশন ফি নির্ধারণ করে প্রায় এক বছর আগে ২০১৮ সালের ১৩ নভেম্বর একটি নীতিমালা তৈরি হয়। তাতে রাজধানী ঢাকা, ঢাকার বাইরে অন্য মেট্রোপলিটন শহর, জেলা শহর এবং উপজেলা এলাকায় এমপিওভুক্ত ও আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আবেদন ফরম, ভর্তি ফি ও সেশন ফি নির্ধারণ করে দেওয়া হয়। তাতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশ টাকা। এছাড়া জেলা সদরে সেশনসহ ভর্তি ফি সর্বোচ্চ দু’হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে এক হাজার টাকা নির্ধারিত হয়।

তবে বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের ওই নীতিমালা লংঘন করে ভর্তি ও সেশন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায় অব্যাহত রাখে। এর বিরুদ্ধে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ চলতি বছরের মাঝামাঝি হাইকোর্টে রিট করেন। তাতে অভিযোগ করা হয়, বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি নীতিমালা লংঘন করে ভর্তি ও সেশন ফি’র নামে দুই থেকে সাতগুণ বেশি অর্থ আদায় করছে। রিটে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত সেশন ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ইতোপূর্বে আদায় করা অর্থ ফেরত দেওয়া নির্দেশনা চাওয়া হয়। শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসান এবং মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ১৭ ডিসেম্বর এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারণ করে দেওয়া ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ে নিষেধাজ্ঞা এবং ইতোপূর্বে আদায় করা অতিরিক্ত ফি ফেরত দেওয়ারও নির্দেশ দেন।  

আদালতের ওই আদেশের পর আব্দুল মান্নান আকন্দ ২৪ ডিসেম্বর বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে দ্রুত আদালতের আদেশ বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় অভিভাবকদের নিয়ে আন্দোলনে নামার হুমকি দেন তিনি।  

এরপর বাম ঘরানার কয়েকটি ছাত্র ও যুব সংগঠনের নেতা-কর্মীরা আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে ২৬ ডিসেম্বর শহরের একাধিক স্থানে সমাবেশ করে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়া জেলা কমিটির সম্পাদক আমিনুল ফরিদ, উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা সংসদের সভাপতি মাহমুদুস সোবহান মিন্নু, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান ঝিলম, জাতীয় যুব জোটের জেলা কমিটির সভাপতি ওবায়দুল হক, যুব মৈত্রীর জেলা কমিটির সভাপতি তাইজুল ইসলাম রোম, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদ, জাসদ ছাত্রলীগের বগুড়া জেলা কমিটির সভাপতি ওমর ফারুক ও ছাত্র মৈত্রী বগুড়া জেলা কমিটির সভাপতি মহিদুল ইসলাম সোহেল।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।