ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি উপাচার্যকে উদ্বিগ্ন অভিভাবকদের স্মারকলিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ঢাবি উপাচার্যকে উদ্বিগ্ন অভিভাবকদের স্মারকলিপি ঢাবি উপাচার্যের কার্যালয়ে অভিভাবকরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ভাঙচুর-হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানানের কাছে স্মারকলিপি দিয়েছে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপাচার্যের কার্যালয়ে অভিভাবকদের পক্ষে এ স্মারকলিপি দেন রাখাল রাহা। এর আগে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেন তারা।

স্মারকলিপি দেওয়া শেষে অভিভাবকদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, দেশের জনগণের টাকায় এই বিশ্ববিদ্যালয় চলে, শিক্ষকদের বেতন-ভাতা হয়। আমরা উপাচার্যের কাছে জানতে চেয়েছি, তবুও কেন আমাদের সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছে, বারবার হামলার শিকার হচ্ছে।

এসময় উপস্থিত সাংবাদিকরা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ডাকসুতে হামলার সময় সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশের সাহায্য চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসকেবি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।