ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল দু’একদিনের মধ্যে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল দু’একদিনের মধ্যে

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ-কালের মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলানিউজকে বলেন, ফলাফল প্রস্তুত হয়ে গেছে, আজ বা কালের মধ্যে প্রকাশ হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক নিয়োগ সংক্রান্ত কাজ সম্পন্ন করেছে।

১৮ হাজার পদের বিপরীতে প্রায় ২৪ লাখ প্রার্থী আবেদন করেন। গত নভেম্বরে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।