ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষার্থীকে মারধর করায় ২ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
রাবিতে শিক্ষার্থীকে মারধর করায় ২ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী সোহরাব হোসেনকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রোববার (১৭ নভেম্বর) বিশ্ববিদালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

বহিষ্কৃতরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ন কবির নাহিদ।

এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) রাতে শহীদ শামসুজ্জোহা হলে সোহরাব নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে বহিষ্কৃত ওই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।

এদিকে, রোববার (১৭ নভেম্বর) সোহরাবকে মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে ‘নিপীড়ন বিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য রাজশাহী বিশ্ববিদ্যালয়’র ব্যানারে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।  

বিকেলে প্রশাসন ভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। এসময় অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কারের খবরে তারা আন্দোলন স্থগিত করে। তবে অভিযুক্তদের আগামী সাত দিনের মধ্যে স্থায়ীভাবে বহিষ্কার ও আইনের আওতায় না আনলে ফের আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহরাব মিয়াকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন ছাত্রলীগের দুই কর্মী। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোহরাব।

বাংলাদেশ সময়: ১৮৬০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।