ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
ইবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসাইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, আল হাদীস বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মোট ১ হাজার ৮শ ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এদের মধ্যে মোট ৪৬৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।  

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে ২৪০ জনকে মেধাতালিকায় এবং বাকি ২২৪ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় পাসের উপর ভিত্তি করে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

 ‘এ’ ইউনিটের ফলাফল  বিশ্ববিদ্যালয়ের  নিজস্ব ওয়েবসাইট (www. iu ac.bd) তে পাওয়া যাবে।

৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩টি বিভাগের মোট ২৪০টি আসনে ২ হাজার ২৩২জন ভর্তির আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।