ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

ঢাকা: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার আগের সময়সূচি বাতিল করে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ফয়জুল করিম জানান, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। প্রতিদিন বেলা ১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) ও (www.nubd.info/202) থেকে জানা যাবে।

গত ৯ নভেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড়ে বৈরী আবহাওয়ার পরিপ্রেক্ষিতে প্রথমে ৯ ও পরে ১১ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়। এখন পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় কর্তৃপক্ষ।  

অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় সারাদেশের ২৯৮টি কেন্দ্রে অনুষ্ঠেয় ৩১টি বিষয়ে ৭৯৭টি কলেজের চার লাখ ৩২ হাজার জন পরীক্ষার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।