ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের পরীক্ষা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের পরীক্ষা স্থগিত

ঢাকা: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বৈরী আবহাওয়ার পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের (১১ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সূচি পরে জানানো হবে। 

রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সারাদেশের ২৯৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সোমবার।

৩১টি বিষয়ে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩২ হাজার জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল এতে। কিন্তু ঝড়ের কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে, ‘বুলবুল’র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের (৯ নভেম্বর) সব পরীক্ষাও স্থগিত করা হয়। এসব পরীক্ষার সূচিও পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।