ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্মসূচি নেই দুইদিন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
জাবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্মসূচি নেই দুইদিন সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): সারাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণের দাবিতে চলমান আন্দোলনে আগামী দুইদিন ১০-১১ নভেম্বর (রোববার ও সোমবার) কোন ধরনের কর্মসূচি ঘোষণা করেননি আন্দোলনকারীরা। 

তবে এ সময় উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।  

শনিবার (০৯ নভেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী দুইদিন কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ১২ নভেম্বর সকাল ১১টায় উপাচার্যের দুর্নীতির বিষয়ে আঁকা ব্যঙ্গাত্মক ক্যানভাস প্রদর্শন, বিকেল ৩টায় সংহতি সমাবেশ, সন্ধ্যা ৬টায় গানে গানে সংহতি এবং রাত সাড়ে ৭টায় পথনাটক প্রদর্শন করবে তারা। এছাড়া পরের দিন বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করবে বলেও জানান আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।