ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবি পুনর্মিলন: নিবন্ধনের সময় বাড়লো

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১
শাবি পুনর্মিলন: নিবন্ধনের সময় বাড়লো

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলন উৎসবের নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।  

বৃহস্পতিবার আয়োজক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারিত থাকলেও প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধে সময়সীমা দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।



এরই মধ্যে নিবন্ধনের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সিলেটসহ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও জামালপুরে তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই sustreunion2012.com ওয়েব ঠিকানায় জানা যাবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি এ উৎসবের সময় নির্ধারিত রয়েছে।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এবিসি রেডিও, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও কালেরকণ্ঠ। এ ছাড়া ‘ক্যারিয়ার পার্টনার’ হিসেবে থাকছে প্রথম আলো জবস।  

আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাস গুপ্ত নিবন্ধনে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার মিডিয়া কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৪ ফেব্রুয়ারি তিনটি বিভাগ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।